আপন ঘরের চাবি দিলাম আমি পরের হাতে
যা ছিলো মোর লুটে নিলো সবই দিনে রাতে ।।
ছিল আমার মণি-মুক্তা ঘরের মণি কোঠায়
ছিল আমার মসীর আলো আঁধার দূরে হটায়
সেই সে মসী চুরি গেছে খুঁজি বলো কোথায়
সার হয়েছে অশ্রু ধারা আমার আঁখিপাতে।।
ছিল আমার সাধের সাধন ভাবনার ধন কত
ছিল আমার হৃদয় ছোঁয়ার গৌরব শত শত
সৌরভ দেয়া ফুলের পাপড়ি ঝরছে অবিরত
মোর পেয়ালা পূর্ণ এখন ব্যাথার মদিরাতে।।
১২/৬/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।