ফড়িং ফড়িং হলুদ ফড়িং
কোথায় পেলে ডানা?

বলা যায় না এমন কথা
বলতে আছে মানা।

ফড়িং ফড়িং লালচে ফড়িং
কোথায় পেলে রং?

সুধাও কেন এমন কথা
এতো কিসের ঢং?

লালচে ফড়িং হলুদ ফড়িং
রাগছো কেন এতো?
মুক্ত ডানা রঙের বাহার
আহা শোভা কতো!

মন্দ সেকি জানতে চাওয়া
বললে কি আর হতো?
আমার যদি থাকতো এমন
কতই ভালো হতো!
পাই যদি বা উপায় কোনো
ফড়িং হবো তবে-
বলতে পারো তখন আমার
কেমন মজা হবে??

১৩/৩/২৪ ইং, মো.পুর, ঢাকা।