প্রভাত বেলার প্রথম কিরণ লাগিলো যখন চোখে
চমকিল তনু জাগিল পরাণ রচিলো গীতিকা সুখে।

টুকরো টুকরো সাদা মেঘমালা শিশুতোষ খেলা খেলে
কভু রবি কর আড়ালে লুকায় আবার নয়ন মেলে।

ঝলমল করে নাচিছে নয়নে হাসিছে গগন জুড়ে
সদ্য উদিত এ শিশু রবিকে অম্বর নি'ছে ক্রোড়ে।

মায়ের মতন আঁচলে জড়ায়ে সোহাগে ভরিছে তারে
কী যে মোহ মায়া জাগে দশদিক কেমনে বর্ণি' এরে!

বিটপী পত্র ক্রমে খুলে আঁখি হেরিছে প্রকাশ তার
কদমের বনে হলুদ বিহার গুনগুন ভ্রমরার।

বাড়ে যত বেলা জমে ওঠে মেলা ফুলে ফুলে আলো ছায়
রঙিন ভুবনে আলোর নাচন তরঙ্গরূপে ধায়।

সবুজের ফাঁকে ঝলকিয়ে ওঠে চিকচিক সোনা রেখা
বন বীথিকায় পাখির ডানায় বাঁচার বাসনা মাখা।

নতুন ভোরের নতুন আলোক দেখায় নতুন পথ
প্রাণে জাগে আশা নবজীবনের ছোটাই বিজয় রথ।