হাজারো শব্দ জড়ো হয়ে যায় কবিতার খাতায়
তোমার বর্ণনায়,
তবু কেন কোন শব্দ মাল্য হায় যথেষ্ট নয়,
অতিশয় দ্যুতিময়!
আমি সাতিশয় থাকি নিরুপায় ভাষাহীন ভাবময়
সদা কাব্য সভায়;
তোমারে বর্ণিতে অভিধান চূর্ণিতে আকুল মন
মোর ঘুরপাক খায়।
কী আছে এমন তোমার তুল্য বিশ্বজগত মাঝে
ওগো প্রিয় প্রেমময়
আঁখির সমুখে উজল আলোকে যে রূপ হেরি, কিরূপে
বর্ণি হে বিস্ময়!
দাও মোরে আনি অক্ষয় বাণী প্রকাশিতে পারি যেন
অনন্তকাল ধরি,
এতটুকু আশা কলমের ভাষা ভাষা খুঁজে পায় যেন
তোমার চরণ স্মরি।