অনিবার্য কারণেই জীবনে একদিন অন্ধকার নামে;
কেউ আলোর সন্ধানে এগিয়ে যায় আবার
কেউ অন্ধকার ভালবেসে থেকে যায়।
আমি দ্বিতীয় পক্ষ। আঁধার আমার সাথী।
একজন আছে যে প্রথম পক্ষ, আলো খোঁজে
অন্ধকারের পথে পথে। হয়তো পাবে সে আলো,
শুনেছি যে খোঁজে সে পায়। কিন্তু সবাই কি পায়?
সম্পূর্ণ আলোকিত কি কেউ হয়?
একটুও কি তমশা থাকে না প্রাণের কোণে!
১৩/২/২৪, মো.পুর, ঢাকা।