জানি একদিন ছুটি হবে,
হারাবো দূর অজানায়
সাগর জলে পা ভিজিয়ে
মিলাবো নীল সীমানায়
আমরা ক'জন বন্ধু স্বজন
হাতে হাতে ধরে
ইচ্ছে ডানা মেলে দিয়ে
যাবো বহু দূরে
শাসন বারণ থাকবে না হায়
আমাদের ঐ ঠিকানায়।।
শহরটাকে ফেলে রেখে
সবুজের আহ্বানে
ছুটে যাবো একছুটে
সুখেরই সন্ধানে
বাঁধন বেদন থাকবে না হায়
আমাদের নতুন ধরায়।।