গো-বৎস ঐ তিড়িং বিড়িং
নাচছে দারুণ নাচ
জন্মে যেন পেয়ে গেছে
বিশ্বজয়ের কাজ।
এদিক ছোটে ওদিক ছোটে
আছাড় খেয়ে পড়ে
একাই আবার উঠে দাঁড়ায়
পা গুলো নড়বড়ে।
হাত ধরে কেউ শেখায়নি তো
হাঁটতে তাকে ভাই
জীবন যুদ্ধে জিততে হলে
একাই লড়া চাই।
চলতে পথে আসবে বাঁধা
ভয় কি আছে তাতে?
বাঁধার পাহাড় ভাঙতে হবে
বজ্র পদাঘাতে।
আছাড় খেয়ে পড়ো যদি
দুঃখ কিছুই নাই
কেউ যদি না হাত ধরে তো
নিজেই ওঠা চাই।

১৭/১০/২৪ খ্রি. মো.পুর, ঢাকা