আহা আছে কিছু আজব আদমি
আজব তাদের চিন্তাধারা!
ভবে আমি হলাম জনম কানা
দেখতে নারি জ্ঞানের ধারা।
ওরা সরল বিষয় জটিল করে
আমি পড়ি প্যাঁচের ঘোরে
ওরা তীক্ষ্ণ বুদ্ধি ঘটে ধরে
অবোধ আমি কাঁপি ডরে।
ওরে তর্কে ওদের মন লাগে না
এড়িয়ে যায় সযতনে
ওরা আপন বুঝ্ বুঝে নিয়ে
কথা বলে কানে কানে।
আহা আমি হলাম কাঁসার থালা
ঝনঝনিয়ে উঠি বেজে
আমি ওদের চোখে তালকানা লোক
আছি খালি কলসি সেজে।
২০/৫/২৪ইং, মো.পুর, ঢাকা।