মিছে কেন তুমি ভাবিছ পরাণে তোমারে দুষিছে লোকে?
নির্দোষ যদি ভাবনা কিসের? কী বলিছে পাছে লোকে!
মিছে কেন তুমি নিদ হারা হও ভুল ভাবনায় মজে
ভুল যদি ভাঙে আহা মরি তবে ডুববে ভীষণ লাজে।
কানাকানি করা লোকের স্বভাব কাজ ফেলে তাই করে
তুমি কেন ভাবো তোমারই তরে জোট বেঁধে ওরা মরে!
তুমি কেন জ্বলো সন্দেহানলে নিজের কর্ম ফেলে
সারি গেয়ে যাক্ যে যা খুশি কিবা এসে যায় নদী জলে।
আপনার কাজে ডুবে থাকো তুমি আপন চেতনে মজে
আপনা-আপনি চিত্তের মাঝে আনন্দ পাবে খুঁজে।
অপরের মনে আগুন জ্বালালে নিজেরো দহন লাগে
যে বোঝে সে বোঝে, না বোঝে, জ্বলুক তবে, যদি ভালো লাগে।
পরাণের ব্যাথা, হাসি-গান-কথা সবেতেই আছে সুখ
যেইজন পারে খুঁজে নিতে তারে, তার হরে যায় দুখ।

রচনাকাল: ৪/২/২৩খ্রি.