স্বর্গ হতে চেয়ে আছো আমার পানে
অন্তর মাঝে তব আলোক দৃষ্টি হানে।।
কভু যদি পথ ভুলে বিপথে যাই প্রভু চলে
তুমি এসে সাড়া জাগাও আমার প্রাণে।।
আছো তুমি আমার সাথে সেই ভরসায়
ওগো প্রভু ভয় করি না কোনো বাঁধায়
মেঘময় মম অন্তরীক্ষ আসে আসুক যত দুঃখ
জানি আমি আছো তুমি আমার সনে।।
ওগো সদা জাগ্রত যে দৃষ্টি তোমার
আমার পানে আসে দিতে শক্তি চলার
আশিষ হতে মোরে প্রভু ক'রো না বঞ্চিত কভু
ভালোবেসে মোরে দিও ঠাঁই চরণে।।
রচনাকাল:
১০/১০/২০০৯
আগৈলঝাড়া, বরিশাল।