আমি নিত্য পাপী
অনন্ত হে দয়া করো মোরে
করুণাময় হে নিরঞ্জন
এই মিনতি করি করজোড়ে।

সাধন ভজন আমাতে নাই
নির্গুণের মন্ত্র কোথা পাই
নিজগুণে না আসিলে
দয়াল তোমায় কে রাখিতে পারে!
দয়া করো মোরে...

পঞ্চভূতে গড়া দেহ
আছে বাঁধা মায়া মোহ
ষড়রিপুর ষড়যন্ত্র
কী উপায়ে ছাড়াই আমি তারে!
দয়া করো মোরে...

সুখের আশায় দুঃখ কুড়াই
এই বেদনা কিসে জুড়াই
মুগ্ধ চোখে মূর্খ রহি
আসল নকল ভেদ বুঝাবে কে রে!
দয়া করো মোরে...

৩০/৯/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।