আমার মনের কথা আমি কারে সুধাই
নাই রে জানা।।
কত কথা হৃদে জাগে
কত জবাব রয় অজানা।।
কিসের আশে কিসের মোহে ঘুরে মরি জনম ভরে
কিসের লাগি এতো বেদন আপন করি বক্ষে ধরে
আমি যে তার তল জানি না।।
কোন বাঁধনে বাঁধা রহি কোন মায়াতে অশ্রু ঝরে
কোন চেতনা মর্মে গাঁথি ছুটে চলি কিসের তরে।।
কেন পরাণ এমন করে, ছাড়তে চেয়ে ছাড়তে নারে
ভ্রমে ভরা আঁখিপাতা সঠিক ভুল কি বুঝতে পারে,
কাঁদে শুধু সুখ জোটে না।।