ওগো চাঁদ এ কী মায়ায় ভরেছো রজনী
নিশি নন্দন ভরেছ গগন
                         জ্বেলে শুভ্র মায়াবিনী।।

রূপের আগুনে পোড়া এ নয়নে
                  একি প্রেম আজি জাগালে-
আপনারে ছলি সব কাজ ভুলি
                    চেয়ে থাকি গগনতলে -
আহা মায়া শশী কায়া যেন মন হরিণী।।

দোলের চাঁদ গো মিনতি শোনো গো
                  আড়ালে আজিকে যেও না-
গগন-বিহারী    ও রূপ নেহারী
                  আঁখি তৃষা কেন মেটে না!
ঢালো সুধা হরো ক্ষুধা ভরো রূপে অবনী।।