মনটা যে তার কী পেতে চায়!
কিসের ভাবনায় থাকে ডুবে?
আমি যে তার তল খুঁজে যাই
অধীর হয়ে খুব নিরবে।
ওপার হতে বারে বারে
স্মরণ করে মনে মনে
আমি যে তা বুঝতে পারি
সখা কি তার খবর জানে?
আমায় যেজন পথ ভুলাবে
সেই ডুবিছে অকুল গাঙে!
ভুগছি এখন মনো দ্বন্দে
ডুব দেব কি একই সঙ্গে!