সন্ধ্যা তোমার নামে নামুক
আমার সূর্য আছে জেগে
সন্ধ্যারাগে হারাও তুমি
আমি কর্ম করি আগে।
রঙিন আভায় সন্ধ্যা বিলাস
তোমার হবে যখন সারা-
আমি তখন কর্ম সেরে
খুঁজবো আমার সন্ধ্যাতারা।
সন্ধ্যা শেষে রাত্রি আসুক
তোমার, চাঁদের আলো লয়ে
সারাটা রাত কাটিয়ে দাও
নিশির শশী পানে চেয়ে
আমার চোখে আঁধার নামুক
ক্লান্ত দেহ শান্ত হয়ে
আসবে আবার নবীন সকাল
নতুন কাজের-ই প্রত্যয়ে।
২৭/১০/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।