দেখা হবে ফের কোনো এক অজানা পথের প্রান্তে।
হয়তো নক্ষত্রদের একদিন মৃত্যু হয়
মরা নদীর রেখা ঢাকা পড়ে নগরায়নের ফাঁদে
যেখানে জীবন বাঁক নেয় নদীর মত
সেখানে সম্পর্ক ভেঙ্গে গড়ে ওঠে নতুন সম্পর্ক
প্রভাতের রবি ভুলায় রাতের আঁধার
তবুও হঠাৎ দেখা হলে ফের, প্রথম বিকেলগুলো
জানি ছুটে আসবে মেঘেদের ছায়া মাথায় করে
মনের অজান্তে মনে বাজবে অচেনা পথের প্রান্তে
চেনা পথের সুর। জানি একদিন ঠিক দেখা হবে,
কোনো এক অজানা পথের প্রান্তে।
হয়তো কোনো এক কাক ডাকা ভোরের শেষে
রক্তিম সূর্যোদয়ের সাথে
হয়তো কোনো এক ঘোর কালো সন্ধ্যাকালে
যখন ঝিঁঝিঁরা তোলে নূপুরের সুর আর
জোনাকি মেয়েরা জ্বালে সাঁঝের আলো, অথবা
পূর্ণিমার আলো ঝিলমিল করে ঝিলের জলে
তখন মুখোমুখি দুজন বাকহীন স্তব্ধ ঠায় দাঁড়িয়ে
বড়জোড় দু-একটি অস্পষ্ট কথা অতঃপর বিদায়
অথচ স্মৃতিরা আলাপ জুড়ে মগজের পরিচিত পথের বাঁকে।
যদি দেখা হয় ফের অজানা পথের প্রান্তে।
৪/৪/২৩ ইং