বাবা তুমি তো মরোনি, মরবে না কোনদিন
চির ভাস্বর রবে স্মৃতিপটে অমলিন।
তুমি থাকবে তোমার সকল কথায়-কাজে,
তুমি থাকবে আমার ব্যথার গীতির মাঝে
তুমি থাকবে আমার হৃদকম্পনে মিশে
তুমি থাকবে আমার নিঃশ্বাসে বিশ্বাসে;
বাবা তুমি রবে মোর চিন্তারাজ্য জুড়ে
সাহস হবে আমার গহন অন্ধ পুরে,
ভীষণ আঘাতে জানি তুমিই ধরবে হাত
তোমায় স্মরণ করে কাটবে দুখের রাত।
তোমায় নিয়ে স্বপন দেখি দিবা কিবা রাতে,
করতে পূরণ আশা তব, লড়ি সংঘাতে
জানি তুমি রবে মোর অন্ধ বন্ধ বাঁকে
অনুভবে থাকবে বেঁচে পরশ দেবে মেখে।
তোমার মত কে আছে আর বলো সংসারে?
কে আছে আর বাসবে ভালো তেমন আমারে?
কে আছে আর সহায় হবে 'আমি আছি' বলে!
তোমার মত আমাকে কে ডাকবে 'বাবা' বলে!
কে বলে গো তুমি নেই, তুমি আছো তুমি রবে
আমার শূন্যতায়, আলো-আধারে নিরবে।।