নালিশ তোমার মিছে নয় মিছে নয়
তীক্ষ্ণ আমার বাক্যবাণেতে
হয়েছে তোমার অন্তর পুড়ে ক্ষয়।

মিষ্টি কথার বৃষ্টি ঝরানো পথে
হয়নি কখনো যাওয়া হাসির রথে
ব্যথা দিয়ে গাঁথা শব্দ মাল্যহার
দিয়েছি তোমার কন্ঠে জড়িয়ে হায়
নালিশ তোমার মিছে নয় মিছে নয়।

ফুলের রাজ্যে পরমাসুন্দরী হে
তুমি অনন্যা ওগো অপরাজিতা হে।

দেবী তুমি মম সাধনার ধন ভবে
হাজার জন্ম পরেও তেমনি রবে
সুখ চেয়ে চেয়ে কেবলি তোমারে হায়
ব্যথা যত দিনু, যেন আমারি তা হয়
নালিশ তোমার মিছে নয় মিছে নয়।

১৪/৭/২৪খ্রি., মো.পুর, ঢাকা।