তোর কথার মাঝে প্রাণ আছে রে,
কথায় আনে সুখ।
তোর কথা লয়ে দিন কেটে যায়,
তুই যে প্রিয় মুখ।
তোর গানের সুরে ফুল ফোটে রে,
ভুলিয়ে দেয় দুখ;
তোর গানের তানে প্রাণ ভরে যায়,
সুখে ভরে বুক।
ওরে তুই যে আমার হলুদ বরণ
মুক্ত ডানা পাখি।
আহা বুকে তোরে ঠাঁই দিয়েছি
হাতে বেঁধে রাঁখি।
ওরে সাত রাজার ধন মানিক বলেই
বন্ধু তোরে জানি;
এখন তোর বিহনে চলবে না আর,
তুই যে চোখের মণি।
২৮/৮/২৪ খ্রি. মো.পুর, ঢাকা