রিমঝিম
সুরে সুরে
আজি মন
গান জুড়ে।

কিবা সুর
প্রাণহারী
মন কয়
আহা মরি।

শাখে শাখে
ভেজা পাতা
ধারা পাতে
নত মাথা।

জড়সড়
পাখি সব
নাহি আজ
কলরব।

আয় আয়
সখা-সখি
ভিজে হই
মাখা-মাখি।

মন তায়
হারা হবে
প্রেমানন্দে
মেতে রবে।

হিম সম
বায়ু বয়
ফুলে ফুলে
দোলা দেয়।

আসমান
ভেঙ্গে পড়ে
তবু মন
নাহি ভরে।

ছুটে যায়
খোলা মাঠে
সুরে সুরে
ছড়া কাটে।

রামধনু
সাত রঙে
কী বাহার
বাঁকা অঙ্গে।

মিলে মিশে
ছেলে দলে
কাঁদা ছোড়া
খেলা খেলে।

লাফালাফি
করে কেউ
নদী জলে
বাড়ে ঢেউ।

যুবতিরা
পাখা মেলে
আঁকা-বাঁকা
ঢঙে চলে।

প্রজাপতি
পাখা যেন
পেয়ে গেছে
ঢং হেন।

আর দিকে
ছেলে মেয়ে
ছুট খেলে
এক হয়ে।

সপ্তসুর
বাজে হায়
পিতা মাতা
হাঁক দেয়।

আয় বাছা
ঘরে আয়
ভারী হলো
আর নয়।

শেষ হলো
বৃষ্টি গান
সুখে ভরে
মন-প্রাণ।