যে আঘাত হায় দিয়েছি তোমায়
ওগো প্রিয় সখা মম
সে আঘাত হায় বিঁধিল আমায়
বিষমাখা শর সম।

যেই কাঁটাহার দিয়েছি তোমার
অঙ্গে জড়ায়ে সখা
সেই কাঁটা ফুটে রক্ত স্নাত
হয়েছি কেবল একা।

তোমারে দিয়েছি তীক্ষ্ণ কথার
ছুড়ির আঘাত প্রিয়
ক্ষত বিক্ষত পরাণ আমার
সেই আঘাতে জানিও।

পারো যদি তবে ক্ষমো অপরাধ
কাতর মিনতি পদে
বহ্নি দহন দহিছে সতত
পরিতাপ জ্বালা হৃদে।
১৪/৭/২৪খ্রি., মো.পুর, ঢাকা।