বন্ধুরে তোর বুকের ভেতর কিসের এতো ব্যথা
বন্ধুরে তোর নীরব চোখে কিসের দুঃখ গাঁথা?
বন্ধুরে তোর আঁখি দুটি ভাসছে কেন নীরে
বন্ধুরে তুই এমন করে দুঃখ পুষিস না রে।
বন্ধু তোরে নিয়ে যাবো জোনাক জ্বলা মাঠে
লক্ষ জোনাক আলো দেবে সূর্য গেলে পাটে
বন্ধু তোরে নিয়ে যাবো জ্যোছনা ঝরা ঘাটে
দেখবি সেথা জলের সাথে চাঁদের মিলন ঘটে
আনন্দে তোর মন ভরাব রইবে না আর ব্যথা
জলে চেয়ে চাঁদের সাথে কইবি মনের কথা।
বন্ধুরে তোর ছোট্ট বুকে আগুন জ্বালে কে রে
বন্ধুরে তুই এমন করে অশ্রু ঝরাস না রে।
বন্ধু তোরে নিয়ে যাবো শাপলা ফোটা বিলে
দেখবি সেথা আলোর খেলা কালো জলের তলে
বন্ধু তোরে নিয়ে যাবো সাত সাগরের কূলে
দেখবি সেথা উর্মি গুলো হাসে হেলেদুলে
আকাশমেশা নীলে আছে দুঃখ ভোলার গাঁথা
পাখির ডানায় ভাসিয়ে দিবি প্রাণের যত ব্যথা।
২৯/৯/২৪ খ্রি., মো.পুর, ঢাকা।