বন্ধু মানে মিষ্টি সকাল বেলা
বন্ধু মানে শুধুই তোকে চাওয়া
বন্ধু রে তুই আপন ভোলা হয়ে
আমার মাঝে থাকিস সারাবেলা।
বন্ধু মানে হাজার কথার মালা
বন্ধু মানে জমাট হাসি আড্ডা
বন্ধু মানে একটু অভিমানে
সোহাগ ভরা সময় চুরির পালা।
বন্ধু মানে তপ্ত দুপুর বেলা-
মায়া মাখা শীতল ছায়া বুকে
বন্ধু মানে অশ্রু মোছা চোখে
নতুন স্বপ্নে বিভোর হবার খেলা।
বন্ধু মানে খেয়াল খুশি মতো
যখন তখন দিক বিদিকে ছোটা
বন্ধু মানে বৃষ্টি ভেজা বিকেল
বাউন্ডুলে বোশেখ ঝড়ের মতো।
বন্ধু মানে মেঘলা আকাশ পাড়ে
হঠাৎ হাসির ঝিলিক তুলে যাওয়া
বন্ধু রে তুই রাতের বুকে শশী
অনন্য তুই হাজার লোকের ভীড়ে।
২/৯/২৪ খ্রি. মো.পুর, ঢাকা