মায়ের বকা খায়নি কে রে
বলতে পারিস আমার ঠাঁই?
মা বকেছে তাই বলে কি
রাগ করে ভাত খেতে নাই?
আয় রে খোকা ওরে বোকা
দ্যাখ না এসে একটিবার;
যা খেতে তুই ভালবাসিস-
মা রেঁধেছে তাই আবার।
মা'কে শুধুই বকতে দেখিস
আদর, সেকি দেখিস না?
মায়ের মতো আছে কি কেউ
রাগে, তবু ছাড়ে না?
দ্যাখ না চেয়ে চারিদিকে
বকতে কিন্তু সবাই পারে
ক'জন আছে মায়ের মতো
যত্ন ক'রে বকতে পারে?
থাকিস না আর রাগ করে তুই
মায়ের ওপর এখন তাই;
জেনে রাখিস এই জগতে
মায়ের মতন আপন নাই।
১১/৩/২৪ ইং, মো.পুর, ঢাকা।