আজ বহুদিন পরে মনবীণা তারে
বেজে উঠেছে বিদায় বেলার গান-
যখন মধ্যগগনে বিরাট থালার মত
জেগে আছে রূপালি আলোর চাঁদ।

মৃদুমন্দ বাতাসে ভাসে তীর-বিদ্ধ
বিহগ-ব্যাথার সুর। মর্মরে কাঁদে
পায়ের তলায় শুকনো পাতার দল;
আমার গানে তাদের সুরে-  যেন
আর সব বিহ্বল।

কোথা থেকে ভেসে আসে নীরদ ভেলা
ক্ষণিকের তরে আড়াল করে চাঁদ,
আমার আকাশ আঁধারে ছেয়ে যায়
দু'হাতে সরিয়ে দিই আলোর লোভে।

কোথায় মেঘ!  এতো নয় মেঘ!
হঠাৎ হঠাৎ চোখ ভিজে ওঠে
আবছায়া নামে মেঘের মত চোখে
অলখে মুছি আঁখি দু'হাতে -
পাছে দেখে লোকে!


৫/৪/২৩ ইং