পরাণের সাথে বেঁধেছি পরাণ
বিনে সুতোর বাঁধনে
সাধ্য কি তায় ছিঁড়ে ফেলে দেবে
আপন খেয়ালি ধ্যানে?
মন-মাধুর্যে এঁকেছি তোমায়
ভালবাসায় জড়ায়ে
হৃদয়-গহীনে রেখেছি তোমারে
চন্দ্রসম সাজায়ে
রাত্রি নিশীথে চন্দ্র কিরণ
ঝরিছে পরাণ পানে।।
ঝিনুকের মাঝে মুক্তো যেমন
আমারো হৃদয়ে রয়েছো তেমন।।
রেখেছি তোমায় চিরসাথী করে
মোর অন্তর মাঝে
সাজিয়ে রেখেছি রামধনু রঙে
চির বসন্ত সাজে
আমার এ মন বিভোর নয়নে
চেয়ে রয় তব পানে।।
৩১/৮/২৪খ্রি., মো.পুর, ঢাকা