আর কত থাকবো বসে তোমার আশায় সখা
এই জীবনে কী পাবো প্রিয়ে আমি তব দেখা!
এমনি করে পথ চেয়ে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে
পড়ি ঢলে হিতাহিত ভুলে;
তবু যদি তব মোন গলে!
ভাগ্য গুণে পাই কিনা তাই পথ চেয়ে থাকা।।
ভব কূলে বসে বসে অশ্রু জলে ভেসে ভেসে
খুঁজি তোমায় জগত মাঝে;
ব্যাকুল প্রেমে যাই গো মজে!
আমি চক্ষু মেলি দেখি, চারিদিক হায় ফাঁকা।।