মায়াবী এ চাঁদনী রাতে
মন খারাপের ঢেউ
কেন যে আজ জাগলো প্রাণে
জানবে না তা কেউ।
কেন যে হায় উথাল পাথাল
দিল দরিয়ার জল
জানবে না কেউ কেন আঁখির
অশ্রু ছলছল।
কেন যে আজ মন আকাশে
জমছে ব্যাথার মেঘ
কেন যে আজ হৃদয় জুড়ে
বাড়ছে রুধির বেগ
কেন এমন সজল আঁখি
উপচে পড়ে আজ
বুঝবে না কেউ কোন বেদনা
হলো মাথার তাজ।
গোপন ব্যাথা গোপন থাকুক
না আসুক মোর মুখে
বদনখানি আড়াল করি
পাছে ভাসে চোখে।