কারে আমি আঘাত দেব, সেকি আমি নয়?
যারে আমি আঘাত হানি কথার বাণে
সে যে থাকে আমার বুকের মধ্যখানে
ব্যাথা দিয়ে আমি শেষে নিজেই পুড়ে ক্ষয়।

প্রাণের 'পরে প্রাণের বসত, আলগা নাহি হয়
যতই তারে গায়ের জোরে দূরে রাখি
ততই যেন তারই মাঝে মগ্ন থাকি
কারে আমি থাকবো ভুলে, সেকি আমি নয়?

আপনা থেকে আপনারে কভু মোছা যায়?
এইযে খেলা সকাল সন্ধ্যা শক্ত ভারী
এই খেলাতে সারাবেলা কেবল হারি
যারে আমি রাখবো দূরে, প্রাণে সে যে রয়।

৮/৭/২৪খ্রি., ধানমন্ডি, ঢাকা।