প্রথম যেদিন অপরাজিতা ফুটলো
সেদিন মেঘের আড়াল থেকে হেসেছিল সূর্য
মরা নদীতে এসেছিল জোয়ার ;
আমি এখন আর খোলা আকাশের নিচে
অকুল পাথারে ভাসমান নৌকায় শুয়ে
একা নিঃসঙ্গ হয়ে শূন্যে দৃষ্টি রাখি না-
আমার সমস্ত অঙ্গ জুড়ে জড়িয়ে থাকে
অপরাজিতা, অনুভবে অনুক্ষণ।
১৮/১/২৪ ইং, মোহাম্মদপুর, ঢাকা।