কোন্ আকাশে ভাসো তুমি,
কোথায় তোমার ঠাঁই?
নেবে আমায় সঙ্গে তোমার?
আমিও যেতে চাই!
আমার প্রিয়ার মন আকাশে
এমন মেঘ যে ভাসে,
সাদা সাদা মেঘের ভেলায়
ভালোবাসা হাসে।
চাইলে তুমি আসতে পারো-
ধরে আমার হাত,
ভালোবেসে পেরিয়ে যাব
হাজার দুখের রাত।
শুধুই কাটবে দুখের রাত
সুখ হবে না ভালে?
সুখ কি তবে অন্য কারোর
হাওয়া দিবে পালে?
দুখের পরেই সুখ যে আসে
নেই বুঝি তা জানা?
হেসে খেলেই কাটবে জীবন
হাসতে নেইকো মানা।
থাকলে প্রিয়া আমার পাশে
দুঃখে কিসের ভয়!
হাসতে হাসতে করতে পারি
বিশ্ব-ভুবন জয়।
আমিই যদি হই গো তোমার
হৃদয় ভাঙার কারণ
এমন করে-ই বাসবে কি
ভালো আমায় তখন?
প্রিয়াই যদি দুঃখ আনে
আমার জীবন পাতায়;
দুঃখটাকেই মালা করে
পরে নেবো গলায়।
সেটাই হবে পরম পাওয়া,
প্রিয়ার হাতের দেওয়া।
ভালোবাসায় রইবে মিশে
প্রিয়ার হাতের ছোঁয়া।
থাক্ না, এবার চুপটি থাকো
আর বোকো না তুমি-
এমনি করে বলতে থাকলে,
লাজে মরি আমি।
তুমি আমার সাত রাজার ধন
হীরে-মানিক নও-
তুমি আমার প্রাণের প্রদীপ
প্রাণের মাঝেই রও।
অনেক হলো কাব্য চর্চা
এবার তবে থামি
জেনে রেখো তুমি আমার
কাব্য থেকেও দামী।