আমায় নীরব করে দাও হে কবি
প্রলাপ করো বিনাশ।।
আমার লাগাম টেনে দিয়ে আনো
ধীরতার অবকাশ।।
অকারণে মোর উৎকণ্ঠা যতো
তোমাতে হোক সমর্পণ হে
গ্লানি পূর্ণ পেয়ালায় মন মগ্ন
করো গো তার উত্তরণ হে
ওগো আলোয় ভরো যামিনীরে
নয়নে হোক প্রকাশ।।
আমায় নীরব করে দাও হে কবি
প্রলাপ করো বিনাশ।।
সীমার বাঁধন খুলে ফেলে মম
তোমার অপার অসীমে নাও
সংশয়ে মন দিশাহারা ওগো
এই বেদনা ঘুচায়ে দাও
ওগো অকুল পাথার পাড়ি দিতে
মুছাও মনেরই ত্রাস।।
আমায় নীরব করে দাও হে কবি
প্রলাপ করো বিনাশ।।
১৬/৫/২৪ইং, মো.পুর, ঢাকা।