(সখী) তোমার আমার প্রেম তেমন
রাধা কৃষ্ণের প্রেম যেমন।।
তোমার আমার ভালবাসা
নাহি মোহ নাহি আশা।
আবার এক মরনে মরি দুজন
গলায় পড়ি প্রেম বাঁধন।।
হারাই আমি তোমার মাঝে
পাই পরম সুখ সকাল সাঝে।
আবার নিত্য মনে জাগে বেদন
তোমায় না হেরিলে ভাসে নয়ন।।
নাহি আমার কাম বাসনা
মনে কেবল এক রসনা।
হই যেন গো তোমার মনের মতন
চিরকাল এক আরাধ্য-ধন।।