রাত আছে তাই আলোতে তৃষ্ণা এতো-
নিতি আলো খুঁজে ফিরি।
শত ক্ষত সয়ে তিলে তিলে গড়ে তুলি
পরম সুখের সিঁড়ি।
ওঠে যদি ঝড় হঠাৎ মধ্য পথে
তছনছ করে সব ;
নব প্রাণ লয়ে আবার জমিনে হবে
সবুজের উৎসব।
দিনের আকাশ ঢাকে যদি কালো মেঘে
তম হয় উদ্ভব -
ভয় কি গো তাতে? আবার গগনে হবে
আলোকের উৎসব।
যদি ফুঁসে ওঠে শান্ত সলিল কভু,
ভেসে যায় চরাচর;
তরঙ্গে যদি দোলে জীবনের খেয়া
দিশাহারা বারবার -
তবু ভয় নেই, হয় না কিনারাহীন
জগতের পারাবার,
দোল খেয়ে খেয়ে একদিন জেনো ঠিক
তুমি পেয়ে যাবে পাড়।
২৯/৫/২৪ইং, মো.পুর, ঢাকা।