শারদ নভেঃ আলোর বাঁশি
উঠলো বেজে উঠলো বেজে
ধরার ধূলি নতুন রূপে
উঠলো সেজে উঠলো সেজে।

অশিবনাশী যোগমায়া হে
এসো অসীমা সীমার মাঝে
প্রাতঃ সমীরে মধুর সুরে
বাজিছে তব আগমনী যে।

কাঁশের বনে শিশিরে ঘাসে
শিউলি তলে ফুলের বাসে
পাখির গানে রাঙা প্রভাতে
মাগো তোমার মহিমা 'রাজে।

ভুবনময়ী মাটিতে গ'ড়ে
পূজিব কত তব প্রতিমা
ত্রেতায় এলে আর এলে না
পুনঃ জগতে এসো পরমা।
অসুরে গেছে ভুবন ছেঁয়ে
এসো আবার স্বরূপে সেজে
সুখোদায়িনী  তম নাশিনী
আঁধার নাশো আপন তেজে।

২৪/০৯/২৪ খ্রি. মো.পুর, ঢাকা।