আমার শিমুল পলাশ গাছে, আগুন ধরালে কে?
এই বসন্তের কালে এমন ফাগুন প্রাতে -
আগুন ধরালে কে?
বনে বনে উদাস হাওয়া শোনায় কিসের গান?
শাখে শাখে তুলছে কোকিল কুহু কুহু তান
ঐ না সুরে আনন্দে আজ আমার মনে-
আগুন ধরালে কে?
এ যে আগুন এমন আগুন প্রাণে তোলে সুর
চোখের তারায় নেশা ধরায় কাছে আনে দূর
বাইরে শুধু নয়, মোর মনের পলাশ বনে-
আগুন ধরালে কে?