আঘাত যদি আনলে প্রভু
শক্তি দিও সইতে পারি যেন।
তোমার হতে বিমুখ হয়ে
চলতে পথ ইচ্ছা নাহি জেনো।।
চিরদিনই অকৃতদার
বিষয় বিষে হৃদয় ভার
তাইতো গলে দুখের হার
নয়নজলে হয় না উপশমো।।
খেয়াল বশে জীবন কাটে
মাথা নোয়াই মরণ ঘাটে
চরণ বিনা দুঃখ জোটে
বুঝেও আমি বুঝি না যেন।
আপন ভেবে যাদের আমি
বুকের মাঝে লই গো টানি
তারা টানায় ব্যাথার ঘানি
চাইনে তবু তোমার পানে কেন?
বিনয় করি চরণ ধরে
ভাসাও মোরে তোমার নূরে
যা কিছু মোর অন্ধকারে
হে দয়াময় , নূরের তলে আনো।