এই জনম গেল হেলায়-ফেলায়
আর জনমে মন্ত্রী হবো।
এ জনমে আছি ছাপোষা খেলায়
ঐ জনমে ঠাণ্ডা ঘরে রবো।
এ জনমে সবার সাথে দহরম-মহরম
পরজন্মে হবো বর্ণচোরা দুধের মাছি।
বাঁ হাতের ব্যাপার চলবে হরদম
ধরাকে সরা জ্ঞানে ছিঁড়বো কাঁছি।
তামার বিষে ভয় রবে না আর
হবো খণ্ড প্রলয়ে খয়ের খাঁ।
কলুর বলদে জীবন নির্বাহ অসার
ইঁদুর কপালে অন্ধকার দেখা।
আর করবো না অরণ্যে রোদন
তৈল ব্যয়ে আখের কুড়াবো।
আটকপালে জীবন হবে বিসর্জন
মিছরির ছুরিতে কপাল ফেরাবো।
এই জীবন গেল যেমন-তেমন
আর জনমে নেতা হবো।
কেতাদুরস্ত ঠাটে হবে চলন-চালন
জিলাপির প্যাঁচে বুঁদ রবো।
এ জন্মে হলো সব গুড়ে বালি
সুখ যেন মোর তাসের ঘর।
এখন হাড় হাভাতে ব্যাঙের আধুলি
তখন মগের মুল্লুক লুটবো বরাবর।
ছুটাবো রাশ ভারী কথার তুবড়ি
শুনবে লোকে, দেবে বাহবা।
পিছে কেউ বকবে ঝুড়ি ঝুড়ি
মূর্খ ওরা; রাজনীতির বোঝে কিবা!
অপরের বলে আর কিছু রবে না
সব কিছুই হবে আমার।
আপন হবে অর্থ-কড়ি, ভূ-সীমানা
কেবল মানুষ গুলোই পর।
আর রবো না চুনো পুঁটি
এবার হবো রাঘব বোয়াল।
রাবণ চিতায় পাবো সুখের কাঠি
সাধারণ হবে সাক্ষী গোপাল।
সুখ পেলাম না এ জীবনে
নিশ্চিত সুখ মিলাবো তখন
বসত হবে চির সুখের সনে
আমি মন্ত্রী হবো যখন।