"""'''ভোট """"
মোঃজাহাঙ্গীর আলম বাবু
রচনাকালঃ১৫/১১/১৮ইং
ছুট ছুট দেয় ছুট
ভোটের বাজারে,
কেউ কম কেউ বেশি
টাকার ব্যাপারে।
লুট লুট দেয় লুট
রাজার ভান্ডারে,
কেউ খুশি কেউ দোষী
ভাবে না প্রজা রে।
ভোট আসে ভোট যায়
পাঁচ ঐ বছরে,
বিবেকটা পরে রয়
নিজের অন্তরে ।
নামিদামি লোকবলে
বিবেকটা বেচি রে
কারো কথা না শুনে
ভোট টা দেই রে।
কেউ ভাই টাকা কেউ
ভাই নেতা হই!
সময়টা যায় যে
গোপন নিয়মেই ।
কেউ বলে নীতি কথা
কেউ দেখে হাসে রে,
দিন যায় দিন শেষে
পরে থাকে খবরে।
নিয়ম মেনে ভোট দিবো
কার কি আসে রে,
আমার ভোট আমি দিবো
যা কে খুশি তাকে রে।