★শৈশবে মা-বাবার আদর★

                            মোঃজাহাঙ্গীর আলম বাবু
                            রচনাকাল-২৭/০১/১৮ইং

শিশুকালে কি যে মজা
               বলবো কি-রে ভাই?
লাল টুপি চাইলে আমি
                পেয়ে যেতাম তাই।

মা আমায় আদর করে
                 বুলিয়ে দিতো মাথা,
গান শুনিয়ে ঘুম পারাতো
               জড়িয়ে দিতো কাঁথা।

মায়ের মুখে মিষ্টি গল্প
                  শুনতে লাগে মজা,
মা যদি-রে রেগে যেতো
                আমি হতাম সোজা।

বাবা আমায় মধুর সুরে
                    বাবা বলে ডাকে,
চুপটি মেরে লুকিয়ে থাকি
             মায়ের আঁচল ফাঁকে।

কেমন মজা কেমন মজা
                     বাবা তুমি রাগী,
তোমার জন্য সারাটি রাত
               ছিলাম আমি জাগি।

বাবা তুমি এত দেরি
             আসলে কেন বলো?
ঐ দেখো ভোর হয়েছে
                সূর্য দিচ্ছে আলো।

বাবা আমায় হাতটি ধরে
            আপেল খানা দিলো,
গঞ্জে গঞ্জে বেড়াই বাবা
                দেরি হয়ে গেলো।

কি আনন্দ  কি আনন্দ
             ঘরটি হলো আলো!
মা তুমি যে রান্না করো
            বাবা অনেক ভালো।

শৈশব আজি মনে পরে
               নয়ন ভাসে জলে,
মনটি বলে বাল্যকালে
                যাবো আমি চলে।