""(সনেট)""
"""সর্বহারা প্রেম"""
রচনাকালঃ০৩/১২/২০১৭ইং
হে প্রেমবতী লাজুক,প্রেম কর দান,
মম চিত্তরস স্রোতেঐ ঝরনা ধারা,
মম হৃদয় বন্ধনে তুমি সর্বহারা!
তুমি যে আমার স্বর্গ ফুলের বাগান।
তুমি আমার জীবন নদী ভরা প্রাণ,
সুধালাম রূপবতী!পরিজন কারা?
দুঃখ যন্ত্রণার মাঝে কি কারণে সারা?
হাত বাড়িয়ে দিলাম,রেখো মোর মান।
সে কহিল দুঃখ পাবি!ইচ্ছে কেন তোর?
মম জলে গেছে সব নদীতে ভাঙ্গীয়ে-
নেইকো' আপন জন,বুকে যে রাখবো।
মিষ্টি মুখে সুধালাম!যাবে সাথে মোর?
বধূ করে নিয়ে যাবো আলতা রাঙ্গীয়ে-
আপন ছোট্ট কুটিরে, ভালই বাসবো।