(সনেট)
★★কচি হাতের কবিতা ★★
মোঃ জাহাঙ্গীর আলম বাবু
রচনাকালঃ৩১/১২/১৭ইং
ছন্দহীন বর্ন লিখি কবিতার বুলি,
দু'চারি চরণ লিখে করি উচ্চারণ,
মর্মর-কর্কশ শব্দে নাহি স্বর্গ ধন,
তবু চেষ্টা করে লিখি কাব্য বইগুলি।
মনচোরা করে চুরি কল্পনা রংতুলি,
চুরি করি বর্ণমালা ভান্ডারে রতন,
যতনে নয়ন মেলি অরণ্যে রোদন,
শয়নেস্বপনে দেখি পদ্ম ফুল তুলি।
হে কচি!সংশয় কেন ভয় অফুরন্ত?
অন্তরের চক্ষু মেলি উড়ে-যা আকাশে,
অসভ্য সমাজে ফুল ফুটাও কাননে।
উপমা'র ক্যানভাসে রংতুলি ঘুমন্ত,
প্রকৃতি রতন রাজি লুটো অবকাশে,
সৃষ্টিকূলে সৃষ্টিকর নীরজ নির্জনে।