নৌকা চলে উজা' টানে গান-গাহি সুরে,
পাল তুলি দড়ি ধরি দাঁড় টানি গুনে,
কলিকাল বৈঠা-ঠেলি কান পাতি শুনে,
ছলাত্  ছলাত্ জলে পাড় দেখি দূরে।
বধূসাজে লাজমুখে রঙিল সিঁদুরে,
মেঘমাখা রূপ তার দেখিতে দারুণে,
সখি তোরে পার করি গাঁথিমালা বুনে,
কল্পী মাঝি,বর সাজি,সাধ্-যে ভঙ্গুরে।


নদীগর্ভে খুঁজি তোরে,দেখিলি সখি না,
'সলিল কহিল'!তুমি কর্মে মাঝিমাল্লা,
রোদ তাপে দাহকর্,পুড়ে-তো যায় না।
জাল ফেলি জাল তুলি দেই দূর পাল্লা,
তুলি পাল ধরি হাল কান্ডারি ভাবে না,
ভয় নাহি!পাড়ি দিবি,আছে-তোর আল্লা।