বিজয় উল্লাসে বাংলার ঘরে ঘরে,
কত প্রদীপ জ্বালাবি শহিদ স্মরণে?
মায়ের প্রদীপ অন্ত-জ্বালায় হাহা করে,
বেদনার নীল চাদর পরে আছে স্মরণে।
বিরহে দিন যায় আশি বছর হলো,
খোকার বাবরি চুল আজো দেখি কালো।
আঙ্গিনায় খেলা করে দেখি দু নয়ন,
ভাই বোন হাসি ঠাট্টায় মেতে থাকে সারাক্ষণ।
খোকার কাজল চোখে স্বপ্নের সাধনা,
মুক্ত হবো,মুক্ত করবো,মায়ের মমতা।
মায়াজালে ভূলে গেছি সখের বন্দনা,
চলি চলি মা গো ডাক দিয়েছে স্বাধীনতা।
মায়ের আচল ভরা চোখের জলে,
বিজয়ে আনতে চললাম নদীর জলে।
মায়ের চশমার লেন্স দৃষ্টি ছাপসায় আঁকাবাঁকা,
তবু প্রতীক্ষার প্রহরে সুদূর দিগন্তে আসবে খোকা।
যুদ্ধে যুদ্ধে নয় মাস গেলো ফিরলো না খোকা,
দিবালোকে স্বপ্নে দেখি রক্তাক্ত মুখে সবুজ পতাকা।
আজো ও বসে আছি নিরব্ কুটিরে,
ক্লান্তিহীন চোখ খুঁজে শহিদ খোকা-রে।