রচনাকাল:২৫/০১/১৮ইং
সোনা বউ হেঁটে যায় পরন্ত দুপুর,
সোনা মাখা রূপ তার দেখিতে দারুণ,
নদীকূলে চর জাগা উড়ে যে শকুন,
সখি তুই গেলি কই?বাজে যে নূপুর!
ঝুমুর ঝুমুর বাজে শুনিতেছি দূর,
লাল নীল শাড়ি তোর আমি ডাকি শুন,
বধূ করে নিবো তোরে অপরূপ গুণ,
কি সুন্দর গান গাও শুনিতে মধুর!
জেলে আমি বউ চাই নন্দিত সুন্দর!
লাল ফিতা এনে দিবো আছে মোর ভেলা,
যাবো আমি কেনাকাটা করিতে বন্দর।
ঢেউ উঠে ঢেউ নামে নদী করে খেলা,
ভাঙ্গা মনে ধ্বনি বাজে বিরহ অন্তর,
সারা দিন মাছ ধরি চলে গেলো বেলা।