রচনাকালঃ১২/১২/২০১৭ইং
এসো ঐ আকাশ পানে রূপে বিমোহিত!
বঙ্গের উত্তর দিকে মুক্ত বাতায়নে,-
হিম হিমাদ্রির মেঘ ভাসে দু-নয়নে,
স্বর্গীয় অপ্সরা এসে,গায়-যে সংগীত।
ঐ পাঁচ গড়ের মাঝে ঝিলিক্-মিলিত,
নুড়ি পাথর উত্থাল পাতাল কাননে,-
সরস-উর্বর জম্মে, ধরণী' চরণে,
কুসুম কোমলে ভরা সৌন্দর্য রচিত।
বঙ্গ মাতা দরবারে চক্ষু মেলি ধন্য,-
পুলকিত শিহরণ পলক ঝলকে!
কাঞ্চন-জঙ্ঘা চূড়ায় দিগন্ত প্রসারী।
ঐ 'হিমালয়ের কন্যা' মা-গো তোরি জন্য,-
উদার জমিন ডাকে সোনালি কনকে,
সুন্দরীর মোহ ছেড়ে যেতে হবে বাড়ি।