বৈশাখী বধূ
মোঃজাহাঙ্গীর আলম বাবু
রচনাকালঃ১৩/০৪/১৮ইং
আবির ছারিয়া লাল গোলাপে
সেজেছো তুমি বধূ,
মন হারিয়ে মোহুয়া বনে
খেয়েছি অনেক মধু।
ঝুমুর ঝুমুর বাজনা বাজে
বধূর কানে দুল,
ফুলে ফুলে ভরে গেছে
রেশমি কালো চুল।
বৈশাখীর দমকা হাওয়ায়
মাঠ হারিয়ে তেপান্তরে,
তোমায় আমি সঙ্গে নিয়ে
যাবো আমি বহুদূরে।
পহেলা বৈশাখে আবির রঙ্গে
মেখেছি তোমার মুখ,
তোমায় নিয়ে স্বপ্নের ভূবনে
উড়তে কত না সুখ।
সেই অপেক্ষায় প্রহর গুনে
দিন যে কাটে না,
চৈত্র মাসে খাঁ খাঁ রোদে
মন যে বসে না।
বধূ তুমি আসবে কবে?
আমায় বলো না,
তোমার জন্য যতনে রেখেছি
আসমানি গোহনা।
রাজপথে নতুন সাজে
একেঁছি কত আলপনা,
মঙ্গল শোভাযাত্রায় তুমি কি?
পাশে থাকবে না।
তুমি ছাড়া পহেলা বৈশাখ
এ যে আমার কল্পনা,
দুঃখগুলো নিয়ে যাবে
স্মৃতি হয়ে থাকবে না।
সুখ ভরিয়ে পালকি সাজাবো
দেখাবো তোমায় আয়না,
বিপদ আপদ চলে যাবে
করবে না তো বায়না।