(সনেট)

     'বাবা' তোমায় মনে পরে
                           রচনাকালঃ২৫/১২/২০১৭ইং
                                                          

স্মৃতিপথে লিখা আছে ডায়রির পাতা,
স্মৃতিময় দিনগুলো স্বপন সাজায়,
বটমূলে ছিলে তুমি শাখায় শাখায়,
চিরকাল কর্মে তুমি রেখেছিলে ছাতা।
কি আনন্দ অভিলাষী! সঙ্গে ছিল মাতা,
বুঝতে দেওনি বাবা, ঝড় ঝাপটায়,-
দুঃখের সাগরে তুমি করোনি অন্যায়,
সুখ পাখি লিখেছিলে তুমি সেই খাতা।

দিন যায়,দিন শেষে,বুঝলাম আমি,-
বাবার কর্তব্য কত কষ্টকর ক্ষত?
বাবা হওয়ার আদর্শ কতখানি দামি?
ডায়রির পাতা আজি শুভ্রতার মত,
অশ্রুজলে ভরে নদী অন্তরের জামি!
যার আছে-সে-কি-বুঝে ঐ যন্ত্রণা  কত?