অনু কাব্য
""আহ্বান""
শুনো ভাই সকলে
দেখা হবে বিকালে
মনে কষ্ট বিলিয়ে
মিলিত হই সকলে।
ক্ষমা করে যে জন
ঈশ্বরের প্রিয় সে জন।
ভুল হয় না ক'জনার
দোষ দেখি শুধু আমার।
ক্ষমা করিও নিজ গুনে
কান দিওনা কথা শুনে।
এসো ভাই মিলিত হই
সকলে আমরা ভাই ভাই।
এসো ভাই গান গাই
মিলিত হয়ে সানাই বাঁজাই।