তুমি বরং কোন পড়ুয়া মেয়ের সাথেই প্রেম ক’রো-
যে সাজসজ্জা আর পোশাকের বদলে বই কিনে টাকা শেষ করে.....
অতিরিক্ত বই রাখতে গিয়ে যার আলনার জায়গা শেষ হয়ে যায়।
যার কাছে সবসময়েই পড়তে চাওয়া বইয়ের তালিকা থাকে,
ছোট্টবেলা থেকেই যার একটা লাইব্রেরি কার্ড আছে।
যার ব্যাগে সবসময়েই একটা না-পড়া বই থাকবে।
বইয়ের দোকানের তাকগুলোর দিকে একরাশ মুগ্ধতা নিয়ে চোখ বুলায়।
পছন্দের বই দেখলে নিঃশব্দে চিৎকার করে উঠে।
বই পেলেই যেন নক্ষত্রের মত আলো ঠিকড়ে পড়ে চোখে মুখে ঠোঁটে....
যে কখনোই বইয়ের পাতার গন্ধ না শুঁকে থাকতে পারে না........
রাস্তার ধারের কফির দোকানটায়,
পড়ন্ত বিকালে ছাদে,খুব নিশিথে রুমে চা-কফির মগে চুমুক দিয়ে বই পড়বে সে।
তার মগে উঁকি দিলে দেখবে-
সেখানে ক্রীম ভাসছে,
কারণ এর মধ্যেই ডুবে গেছে সে বইয়ের মধ্যে........
লেখকের তৈরি পৃথিবীতে হারিয়ে গেছে।
তার কাছে বসে পড়লে তোমার দিকে কঠিন চোখে তাকাতে পারে,
পড়ার মাঝখানে কেউ বাগড়া দিলে পছন্দ করে না সে!
বইটা তার ভাল লাগছে কিনা জিজ্ঞেস ক’রো।
আরেক কাপ কফি বানিয়ে দিও তাকে।
তুমি বরং কোনো পড়ুয়া মেয়ের সাথেই প্রেমে পড়ো-
যার বিচরণ সুনীলের পূর্ব পশ্চিম থেকে,
রুদ্র, রবি আর জীবনান্দের নিখাদ শব্দ বাণে,
যে ভালবাসে হুমায়ুন,আজাদ,ছফা,শরৎ,সত্যজিৎ....
যে ওয়ার্ডসওয়ার্থ,শেলী,মিল্টন,বাইরন,কিটস আদ্যোপান্ত জানে......
যে ভালবাসে সমস্ত খ্যাতিমান লেখক থেকে সমস্ত অপ্রতিষ্ঠিত লেখকের লেখা...
জন্মদিন-বড়দিন,বার্ষিকী কিংবাভালবাসা দিবস–
যে কোন উপলক্ষ্যেই তাকে বই উপহার দিও।
কথার মালায় গাঁথা উপহার দিও তাকে গানে,কবিতায়।
শেক্সপিয়ার,ওয়ার্ডসওয়ার্থ,কীটস,নেরুদা,পাউন্ড,সেক্সটন, কামিংস-এর বইও দিতে পারো।
কথা ই সর্বোচ্চ অস্ত্র আর কথা মানেই ভালবাসা-
সেটা যে তুমি জানো-বোঝো,তাকে তা জানিও।
বই আর বাস্তবের পার্থক্য সে জানে-
নিজের জীবনকে সে একটু হলেও তার প্রিয় বইয়ের মত করে গড়ে নিতে চাইবে...
প্রয়োজনে তাকে হতাশ ক’রো।
কারণ যেই মেয়ে পড়ে-
সে জানে যে ব্যর্থতা থেকেই এক সময় পরম সত্য আর সাফল্য আসে।
সে জানে সবকিছুরই শেষ আছে।
সে জানে জীবনে দু-একজন খলনায়ক থাকবেই।
তুমি যা কিছু হতে পারো নি সেগুলোতে ভয় কিসের?
তুমি যদি কোন পড়ুয়া মেয়েকে খুঁজে পাও,
তবে তাকে নিবিড় করে নিও।
মাঝরাতে ঘুম ভেঙে যদি দেখো সে একটা বই বুকে জড়িয়ে কাঁদছে-
তাকে এক কাপ চা কিংবা কফি বানিয়ে দিও,
খুব করে জড়িয়ে ধরে রেখো।
কয়েক ঘণ্টার জন্য হয়তো তাকে তুমি হারাবে,
কিন্তু সে শেষমেশ তোমার কাছেই ফিরে আসবে।
সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের চরিত্রগুলো সব বাস্তব!
কারণ কিছুক্ষণের জন্য তার ভেতরে এসব ঘটেছিলো......
সে,তুমি নিজেদের জীবনের গল্প লিখবে,
অদ্ভুত সব সুন্দর নামের বাচ্চা থাকবে তোমাদের,
আরও অদ্ভুত হবে তাদের রুচি।
সে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সাথে পরিচয় করিয়ে দিবে,
তাঁদের গল্প শোনাবে......
তুমি এমন এক মেয়ের সাথে প্রেম ক’রো যে পড়ে – কারণ তুমি তার যোগ্য।
তুমি যদি পৃথিবী আর এর বাইরের অন্য সব পৃথিবীকেও পেতে চাও –
তাহলে কেবল এমন মেয়ের সাথেই প্রেম ক’রো,যে পড়ে।
আরও ভাল হয়-
যদি এমন মেয়ের সাথে প্রেম করতে পারো যে লিখতে ভালবাসে।"
This poem is written based on "Date A Girl Who Reads" by Rosemarie Urquico and The balchal thought of mine!